বগুড়ার ধুনট পৌর এলাকার ৩০০জন কর্মজীবী মা সরকারের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল থেকে পাচ্ছেন ৩৬ লাখ টাকা।
উপজেলা মহিলা বিয়ষক অধিদপ্তর সূত্রে জানা যায়, মা জাতির সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রতি জাতীয় স্বীকৃতি হিসেবে সরকার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী হাতে নেয়। কর্মজীবী মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টির উন্নয়নের লক্ষ্যে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে অন্যতম এ প্রকল্পটি। এ প্রকল্পের মাধ্যমে মাসিক ৫০০টাকা হারে আর্থিক সহয়তা পাবেন সুবিধাভোগী কর্মজীবী মায়েরা। প্রায় দু’বছর মেয়াদে একজন কর্মজীবী ১২ হাজার টাকা পাবেন। ধুনট পৌর এলাকায় এ প্রকল্পের আওতায় ৩০০জন কর্মজীবী মা কে সহায়তার অর্থ প্রদান করা হচ্ছে।
বুধবার ধুনট পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে কর্মজীবী মায়েদের মাঝে এ প্রকল্পের সহায়তার অর্থ বিতরণ করা হয়। বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান অর্থ বিতরণের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচী সরকারের যুগান্তকারী পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। এ কর্মসূচীর মধ্যদিয়ে কর্মজীবী মায়েদের সম্মান জানিয়েছে সরকার।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন নেছা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ ও অগ্রণী ব্যাংক ধুনট শাখার ব্যবস্থাপক শামীম আহমেদ।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ বলেন, দেশ ও সমাজের উন্নয়নে নারীরাও অবদান রাখছেন। সমাজের বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন নারীরা। পুরুষদের পাশাপাশি জীবিকার সন্ধানে নারীরাও কাজ করছেন। কর্মজীবী মায়েদের জন্য সরকারের এ অর্থ সহায়তা নারীদের সমাজের কল্যানে অবদান রাখতে উৎসাহিত করবে। অন্যদিকে দরিদ্র কর্মজীবী মায়েরা আর্থিক সংকট থেকে কিছুটা মুক্তি পাবেন।