Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু সুফিয়ান.
বগুড়ার ধুনট উপজেলায় ৩৫টি পূজা মন্ডপে চলছে শারদীয় দুর্গা উৎসব। সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঘিরে পূজা মন্ডপ গুলোতে রয়েছে উৎসবের আমেজ।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার কেন্দ্রীয় দুর্গা মন্দির, রাধা মাধব কুঞ্জ (পারিবারিক পূজা), ধুনট সরকারপাড়া সার্বজনীন দুর্গা উৎসব, দাসপাড়া, চরধুনট, ধুনট সদর ইউনিয়নের কুঠিবাড়ী, কলেজপাড়া, বথুয়াবাড়ী, কালেরপাড়া ইউনিয়নের হাঁসখালী উত্তরপাড়া, হাঁসখালী মধ্যপাড়া, হাঁসখালী, হাঁসখালী মন্ডলবাড়ী, চিকাশী ইউনিয়নের চিকাশী, এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী সাহাপাড়া, এলাঙ্গী হরিমন্দির, ঘোষপাড়া, দালানবাড়ী, ঘোষপাড়া, গোসাইবাড়ী ইউনিয়নের চৌধুরীপাড়া, মালিপাড়া, মালিপাড়ায় পৃথক তিনটি মন্দিরে, নাটাবাড়ী, চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ী গ্রামে দু’টি মন্দিরে, ভূবনগাঁতী গ্রামে, ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান গ্রামে দু’টি মন্দিরে, মথুরাপুর ইউনিয়নের সাহাপাড়া, পীরহাটী, জোলাগাঁতী, গোপালনগর ইউনিয়নের রান্ডিলা, বানিয়াগাঁতী ও গোপালনগর গ্রামের দু’টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত শুক্রবার ষষ্ঠীপূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে পূজা শুরু হয়েছে।
সরেজমিনে পূজা মন্ডপগুলো ঘুরে দেখা গেছে, এবারের পূজা মন্ডপগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনছার ও পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে। নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। মন্ডপগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষের সমাগম রয়েছে। নির্ধারিত সময়ে পূজা-আর্চনা ছাড়া সাউন্ডবক্সে বাজছে হরেক রকমের গান। সন্ধ্যায় আরতী শেষে পূজা মন্ডপ গুলোতে চলছে গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কয়েকটি মন্ডপের পাশে বসেছে মেলা। গ্রামীণ আবহে মেলায় গুলোয় নানা খেলনা, কসমেটিকস সামগ্রী ও খাবারের দোকান বসেছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা ধুনট বার্তাকে বলেন, এবছর ৩৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার মন্ডপগুলোতে নবমী পূজা চলছে। মঙ্গলবার দশমী পূজা শেষে গোধূলী লগ্নে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ধুনট বার্তাকে বলেন, পূজা মন্ডপ গুলোর নিরাপত্তার জন্য কয়েক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বক্ষনিক আনছার ও পুলিশ সদস্যরা মন্ডপগুলোতে দায়িত্ব পালন করছেন। এছাড়া পুলিশের মোবাইল টিম কাজ করছে। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় উৎসব উদযাপিত হচ্ছে।