ধুনটে ৩ মাদকসেবী আটক

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ মাদকদ্রব্য সেবনকালে ৩জনকে আটক করেছে। শনিবার রাত ৮টায় ধুনট পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের জাবেদ আলীর ছেলে ফরহাদ হোসেন (৫৮), চান্দারপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে তারিকুল ইসলাম (৩৭) ও আব্দুল মাজিদের ছেলে সিহাব আলম (২৫)।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত ফরহাদ হোসেন, তারিকুল ইসলাম ও সিহাব আলম এলাকায় চিহ্নিত মাদকসেবী। শনিবার রাতে তাঁরা মাদকদ্রব্য সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ