জিল্লুর রহমান.
বগুড়ার ধুনটে ৩ মাদক সেবন কারীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আনাপুর কচুগাড়ী এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার চিকাশী ইউনিয়নের সুলতানহাটা গ্রামে সিদ্দিক আলীর ছেলে বুলবুল (৩২), কালেরপাড়া ইউনিয়নের মাদারভিটা গ্রামের মংলা মন্ডলের ছেলে বকুল (৩৫) ও ধুনট পৌর এলাকার অফিসার পাড়ার হাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহিল কাফি (পাপ্পু)।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, বকুল, বুলবুল ও পাপ্পু মাদক সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নেশাগস্ত আবস্থায় আটক করা হয়।

