
বগুড়ার ধুনট উপজেলায় সিয়াম বাবু (৪) নামে এক শিশুকে তার সৎমা সারমিন খাতুন (১৮) বালিশ চাপা নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বেলা ৩ টার দিকে উপজেলার পীরহাটি গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত সিয়াম বাবু উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের মনিরুল ইসলামে ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নববধূ সারমিন খাতুনকে আটক করেছে পুলিশ। সারমিন খাতুন উপজেলার একই এলাকার ছাতিয়ানী গ্রামের আবুল হোসেনের মেয়ে।

জানা গেছে, প্রায় ১ বছর আগে সিয়াম বাবুর গর্ভধারিনী মা পলি খাতুন দূরারোগ্য ব্যাধিতে (ক্যান্সার) আক্রান্ত হয়ে মারা যান। পরিবার ও ছেলে কথা চিন্তা করে প্রায় ৪ মাস আগে সারমিন খাতুনকে বিয়ে করেন কৃষক মনিরুল ইসলাম। বিয়ের পর থেকে সৎ ছেলেকে মেনে নিতে পারেনি সারমিন খাতুন।
নিহত সিয়ামের বাবা মনিরুল ইসলাম ধুনট বার্তাকে বলেন, বিয়ের পর থেকেই সৎ ছেলে সিয়াম বাবুকে মেনে নিতে রাজী ছিল না সারমিন। মাঝেমধ্যে নানাভাবে সিয়ামকে নির্যাতন করতো। শনিবার দুপুরে খাবারের পর ছেলে পাশে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে দেখি সিয়াম আমার পাশে নেই। পরে অন্যঘরে গিয়ে দেখি বিছানার উপর সিয়ামের মৃতদেহ পড়ে আছে। এসময় সারমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সিয়ামকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম ধুনট বার্তাকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারমিন তার সৎ ছেলে সিয়াম বাবুকে বালিশ চাপা দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। তবে কেন সিয়ামকে হত্যা করা হয়েছে এ বিষয়টি জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে সিয়ামের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর আইনী প্রক্রিয়া চলছে।

