ধুনটে ৮ কিলোমিটার সড়কজুড়ে যন্ত্রনা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট-সোনাহাটা ৮ কিলোমিটার সড়ক চালক ও যাত্রীদের যন্ত্রনার কারন হয়ে দাড়িয়েছে। সড়কজুড়ে খানা-খন্দক সৃষ্টি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে ধুনট বাজার থেকে সোনাহাটা পর্যন্ত ৮ কিলোমিটার পাকা সড়কটি নির্মাণকরা হয়। বর্তমানে ধুনট সদরের হুকুম আলী বাসষ্ট্যান্ড থেকে থানা হয়ে সোনাহাটা পর্যন্ত এ সড়কটির তত্তাবধায়ন করছে বগুড়ার সড়ক ও জনপথ বিভাগ। উপজেলার উত্তর জনপদের মানুষের ধুনট শহরে আসার জন্য গুরুত্বপূর্ণ সড়ক এটি। ২০১২ সালের ২৫ জুলাই নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামে বাঙ্গালী নদীর উপর সেতু উদ্বোধনের পর থেকে জেলা সদরের সাথে দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থায় ভূমিকা রাখে এ সড়ক। এ কারনে সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দৈনিক কয়েক হাজার যানবহন এবং প্রায় অর্ধ লাখ মানুষ চলাচল করে এ সড়কে। অথচ প্রায় ৬ মাস যাবত সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ৮ কিলোমিটার সড়কজুড়েই খানা-খন্দকে ভরা। পিচ উঠে সৃষ্টি হওয়া গর্তে বৃষ্টির পানি জমে থাকে।

    সম্প্রতি বৃষ্টির পানি গড়ে কয়েকটি স্থানে সড়ক ভেঙ্গেও গেছে। ভাঙ্গন স্থান গুলো মৃত্যু ফাঁদ তৈরী হয়েছে। এদিকে গর্ত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে এ সড়কে। এছাড়া বিকল হয়ে পড়ে যানবহনের চাকা। ফলে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি এখন গাড়ী চালক ও যাত্রীদের কাছে যন্ত্রনার কারন হয়েছে।
    ধুনট-সোনাহাটা সড়কের যাত্রী রাবেয়া খাতুন বলেন, এই রাস্তায় এত বেশী গর্ত যে গাড়ী বসে থাকাও কঠিন হয়ে যায়। রাস্তায় চলাচল করেই সুস্থ্য মানুষ অসুস্থ্য হয়ে যাবে। গাড়ী চালক ওসমান গনি বলেন, রাস্তায় গর্ত থাকায় চলাচলে অতিরিক্ত সময় লেগে যায়। কয়েকটি জায়গা একদম ঝুঁকিপূর্ণ। এমন রাস্তায় গাড়ী চলাচল করলে গাড়ী দ্রুত নষ্ট হয়ে যায়।
    এলজিইডি ধুনট অফিসের উপসহাকারী প্রকৌশলী আবু তালিম হোসেন ধুনট বার্তা কে জানান, ধুনট থেকে সোনহাটা পর্যন্ত ৮ কিলোমিটার এ সড়ক বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের তত্তাবধায়নে রয়েছে। এজন্য সড়কটির সংস্কার কাজ এলজিইডি কর্তৃপক্ষ করতে পারছে না। এক প্রশ্নের জবাবে তিনি সড়কটির খানা খন্দকের কথা স্বীকার করে জানান, সড়কটি সংস্কার করা জরুরী হয়ে পড়েছে।
    সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহি প্রকৌশলী আব্দুল হালিম  ধুনট বার্তা কে জানান, বেশ কয়েকটি সড়ক সংস্কার করা অত্যন্ত জরুরী। ইতিমধ্যে আমরা সংস্কারকাজের পরিকল্পনা গ্রহন করেছি। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় কাজ গুলো করা সম্ভব হচ্ছে না। অর্থ বরাদ্দ হলে ধুনট-সোনাহাটা সড়ক সংস্কার কাজ করা হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ