ধুনট অ‌ফিসারপাড়া ন্যাশনাল ক্লা‌বের ক‌মি‌টি গঠন

তা‌রিকুল ইসলাম.

ধুনট অ‌ফিসারপাড়া ন্যাশনাল ক্লা‌বের নতুন ক‌মি‌টি গঠন হ‌য়ে‌ছে। বুধবার সন্ধ্যায় ক্লা‌বে স্থায়ী ক‌মি‌টির এক সভায় এ ক‌মি‌টি গঠন করা হয়।

নতুন ক‌মি‌টিতে সো‌হেল রানা‌কে সভাপ‌তি, ‌খোর‌শেদ মন্ডল ও ফের‌দৌস আলম‌কে সহসভাপ‌তি, আবুল কালাম আজাদ‌কে সাধারণ সম্পাদক, সঞ্জয় কুমার ও সাইফুল ইসলাম‌কে সহসাধারণ সম্পাদক, শামীম হোসাইন‌কে সাংগঠ‌নিক সম্পাদক, বিশাল রায়‌কে প্রচার সম্পাদক, শরিউজ্জামান বাবু‌কে দপ্তর সম্পাদক, শাহাদৎ হো‌সেন ডে‌ভিডকে ক্রিড়া সম্পাদক, স‌ঞ্জিব কুমার সাহা‌ বু‌য়েটকে খাদ্য বিষয়ক সম্পাদক, আ‌মিনুল ইসলাম শ্রাবণ‌কে তথ্য প্রযু‌ক্তি গণসং‌যোগ বিষয়ক সম্পাদক এবং মাসুদ রানা, আল মাসুদ ও সুব্রত কুমার‌কে সদস্য ক‌রে ১৫ সদস্য নির্বা‌চিত করা হ‌য়ে‌ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ