Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

চতুর্থ ধাপে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহম্মদ আসিফ ইকবাল সনি নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৪০হাজার ৬০টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ঘোড়া প্রতীকে ৩৪হাজার ৩৬২ ভোট পেয়েছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন মোটরসাইকেল প্রতীকে ১৯হাজার ৩৫৫ ভোট পেয়েছেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীকে ৪৩হাজার ৬৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ টিউবওয়েল প্রতীকে ৩২হাজার ২৭৬ ভোট পেয়েছেন। এছাড়া যুবলীগ নেতা অমৃত কুমার লিটন মাইক প্রতীকে ১৫হাজার ৫৮ ভোট পেয়েছেন।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান নির্বাচিত হয়েছেন। তিনি সেলাই মেশিন প্রতীকে ৩১হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা রেবা ফুটবল প্রতীকে ২৩হাজার ৭০৩ ভোট পেয়েছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য নাজনীল নাহার হাঁস প্রতীকে ১২হাজার ১৭৬ ভোট, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সীমা আকতার প্রজাপতি প্রতীকে ১১হাজার ৪৮৮ ভোট এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী কলস প্রতীকে ১১হাজার ৪২৪ভোট পেয়েছেন।
বুধবার রাত ১০টায় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন সহকারী রিটার্নিং অফিসার আশিক খাঁন। এরআগে উপজেলা পরিষদ কন্ট্রোল রুম থেকে ৯০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
এরআগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন করা হয়েছে। নির্বাচনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৩২৪জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জন এবং মাহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৬৮৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি। ভোট কক্ষ ৬৮৭টি। এরমধ্যে অস্থায়ী ভোট কক্ষ ৬৬টি। ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। মোট ৯০টি কেন্দ্রের ৬৮৭টি কক্ষে ৯০জন প্রিজাইডিং, ৬৮৭জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৩৭৪ জন পোলিং অফিসার ভোট গ্রহন করেছেন। ভোট প্রদানের হার ৩৮ শতাংশ।
ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্র গুলোতে ছিল ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী এলাকায় র্যাব, পুলিশ, বিজিবি, ডিবি ও আনছার বাহিনী মোতায়েন ছিল। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেছে।
