ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে বই দিবস উদযাপন

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব বই দিবস উদযাপিত হয়েছে। রোববার দুপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, সহকারী শিক্ষক একেএম আজাদ, কামরুল হাসান ও সহকারী গ্রন্থাগারিক হাসান খরসু খান নূপূর।
পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ