ধুনট পৌরসভায় শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি

তা‌রিকুল ইসলাম.

বগুড়ার ধুনটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে পৌরসভার মেয়র ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার দুপুরের দিকে ধুনট পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। ধুনট পৌরসভার সচিব শাহীনূর ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাজেদী হক, পৌর কাউন্সিলর বাবুল আকতার বাবু, আপাল শেখ, ফরহাদ হোসেন, মুঞ্জিল হোসেন, জাহাঙ্গীর আলম, রেহেনা খাতুন, শিউলী আক্তার, ঠিকাদার বদরুল হাসান আগা, পৌরসভার টিকাদানকারী মাহবুবা আকতার মিতু, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, উচ্চমান সহকারী হোসনে মোবারক নয়ন, কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু ও সমাজসেবক ঠান্ডু।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ