ধুনট পৌর এলাকার ৯‌টি ওয়ার্ড বিএন‌পির ক‌মি‌টি অনুমোদন

বগুড়ার ধুনট পৌর এলাকার ৯‌টি ওয়ার্ড শাখা বিএন‌পির ক‌মি‌টি অনুমোদন করা হয়েছে। ৭১ সদস‌্য বি‌শিষ্ট এই ৯‌টি ওয়ার্ড ক‌মি‌টি অনুমোদন করেন ধুনট পৌর বিএন‌পির আহবায়ক হায়দার আলী মন্ডল ও যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন। শ‌নিবার তারা ধুনট বার্তাকে এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

ক‌মি‌টি গুলোর মধ্যে সোলায়মান আলীকে সভাপ‌তি, বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১নং ওয়ার্ড ক‌মি‌টি, শাহ আলম মন্ডলকে সভাপ‌তি ও রেজাউল ক‌রিম জুড়ানকে সাধারণ সম্পাদক করে ২নং ওয়ার্ড ক‌মি‌টি, নিয়ামুল আলম তালুকদারকে সভাপ‌তি, আব্দুস ছালামকে সাধারণ সম্পাদক করে ৩নং ওয়ার্ড ক‌মি‌টি, শাহাদৎ আলম মিলুকে সভাপ‌তি‌, র‌ফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪নং ওয়ার্ড ক‌মি‌টি, এসএম সাইফ উ‌দ্দিন বাবুলকে সভাপ‌তি, দেলোয়ার হোসেন দোলাকে সাধারণ সম্পাদক করে ৫নং ওয়ার্ড ক‌মি‌টি, মোতালেব খাঁকে সভাপ‌তি, মোক্তাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬নং ওয়ার্ড ক‌মি‌টি, রঞ্জু মিয়াকে সভাপ‌তি, আব্দুল বাছেদকে সাধারণ সম্পাদক করে ৭নং ওয়ার্ড ক‌মি‌টি, জামাল উ‌দ্দিনকে সভাপ‌তি, আব্দুলকে সাধারণ সম্পাদক করে ৮নং ওয়ার্ড ক‌মি‌টি, আব্দুল হা‌কিমকে সভাপ‌তি ও বাবলু মন্ডলকে সাধারণ সস্পাদক করে ৯নং ওয়ার্ড ক‌মি‌টি গঠন করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ