ধুনট পৌর ছাত্রলীগের মানববন্ধন পালিত

ইমরান হোসেন ইমন.


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে বগুড়ার ধুনটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর ছাত্রলীগ। শুক্রবার বিকালে ধুনট জিরোপয়েন্ট থেকে চারমাথা মোড় পর্যন্ত আধাঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নিয়ামুল হাসান লিমনের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেয় পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, জেলা পরিষদের সদস্য ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পপি রানী সাহা, জেলা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক নূরে আলম সিভিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জোবায়ের আল মাহমুদ সবুজ, সাবেক দপ্তর সম্পাদক ফিরোজ খান, সাবেক আইন বিষয় সম্পাদক আব্দুল্লাহ্ হারুন বাবু, ছাত্রলীগ নেতা চপল হোসেন, সাকিব খান সবুজ, সেলিম রেজা রিমান, এসএম রাব্বি, পারভেজ হোসেন প্রমূখ।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ