ধুনট পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির কার্যক্রম স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়ার ধুনট পৌর এলাকায় ৯টি ওয়ার্ড কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিকে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ধুনট উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা এ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম এক পত্রে এ তথ্য জানিয়েছেন।

ধুনট পৌর বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক বরাবর পাঠানো ওই পত্রে উল্লেখ করা হয়, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে আপনাদেরকে জানাচ্ছি যে, আপনারা ধুনট পৌর বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক এবং দলের দায়িত্বশীল নেতা। আহবায়ক কমিটির নীতিমালা অনুযায়ী ধুনট পৌর বিএনপির অধিনস্থ ৯টি ওয়ার্ডে কোন ওয়ার্ড সম্মেলন না করে এবং ধুনট উপজেলা ও পৌর বিএনপির আমাকে দায়িত্বপ্রাপ্ত নেতা জানা সত্ত্বেও আমাকে না জানিয়ে সম্পূর্ণ মনগড়া ভাবে ধুনট পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের নির্বাহী কমিটি স্বাক্ষর করেন এবং তাহা ঘোষণা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেসবুক) প্রকাশ ও প্রচার করেছেন, যাহা বিএনপির দলীয় নিয়ম নীতি পরিপন্থি। বিধায় ধুনট পৌর বিএনপির অধিনস্থ ৯টি ওয়ার্ড নির্বাহী কমিটির যাবতীয় কার্যক্রম স্থগিত করা হলো। অদ্যকার তারিখ হতে তাহা কার্যকর হলো।’

চলতি বছরের ২৫ মার্চ ধুনট পৌর এলাকার ৯টি ওয়ার্ড কমিটি অনুমোদন দেন ধুনট পৌর বিএনপির আহবায়ক হায়দার আলী মন্ডল ও যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন। ৭১ সদস্য বিশিষ্ট এসব কমিটি গঠন করা হয়। ৯টি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম গত ৩০ জুলাই প্রকাশ পায়। ৯টি ওয়ার্ড কমিটি অনুমোদনের বিষয়টি ধুনট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন নিশ্চিত করেন। পরে ধুনট বার্তায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ৯টি ওয়ার্ড কমিটি অনুমোদনের বিষয়টি প্রকাশ হওয়ার পর আজ বৃহস্পতিবার বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এক পত্রের মাধ্যমে ওয়ার্ড কমিটি গুলোর কার্যক্রম স্থগিত ঘোষনা করেন।

এবিষয়ে ধুনট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন ধুনট বার্তাকে বলেন, সাংগঠনিক নীতিমালা ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী ৯টি ওয়ার্ড কমিটি গঠন এবং তা অনুমোদন করা হয়েছে। ওয়ার্ড কমিটি গুলোর কার্যক্রম স্থগিত ঘোষনার বিষয়টি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেছেন। তবে এ বিষয়ে এখনো কোন চিঠি হাতে পাইনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ