
আইনশৃঙ্খলা বিষয় নিয়ে বগুড়ার ধুনট প্রেসক্লাবের সাংবাদিকদের থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ধুনট থানা ভবনের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি ধুনট উপজেলায় অপরাধ সংক্রান্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের আহবান জানান।
তিনি বলেন, অপরাধীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। মাদক, জুয়া, নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে থাকবে পুলিশ। সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য তার দরজা সব সময় খোলা থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহসভাপতি রেজাউল হক মিন্টু, মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, যুগ্ম সম্পাদক বাবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমদাদুল হক ইমরান, দপ্তর সম্পাদক জহুরুল মল্লিক, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান, সদস্য অপূর্ণ রুবেল, আতিকুর রহমান, জাহিদুল ইসলাম, ফজলে রাব্বী মানু ও তারিকুল ইসলাম প্রমুখ।


