ধুনট মডেল প্রেসক্লাবের ৪র্থ বর্ষপূর্তী উদযাপন

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের ৪র্থ বর্ষপূর্তী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ধুনট মডেল প্রেসক্লাবে কেক কেটে বর্ষপূতির শুভ সূচনা করেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্।
ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, পৌর কাউন্সিলর জমিদার শাহজাহান, রনজু মল্লিক, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক মল্লিক ও ধুনট মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমরুল কায়েস ঝিনুক খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট থানার অফিসার (ওসি) মিজানুর রহমান, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই খোকন কুন্ডু, এসআই আব্দুর রাজ্জাক, শিল্পপতি সোহরাব আলী সরকার, সমাজ সেবক হেদায়েতুল ইসলাম গামা, সহকারী শিক্ষক রেজা আহমেদ নয়ন, ধুনট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুল হাসান বিদ্যুৎ, ধুনট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদ বাবু জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক রাজু আহমেদ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব শাওন ইসলাম সুমন, কার্য নির্বাহী সদস্য আলাউদ্দিন শেখ, শাহ আলম তরফদার প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ