ধুনট, মথুরাপুর ও কান্তনগরে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ধুনট উপজেলার বি‌ভিন্নস্থানে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।

মথুরাপুর বাজারে বিক্ষোভ শেষে বিশেষ মোনাজাত অনু‌ষ্ঠিত হয়

সোমবার উপজেলার সোনাহাটা বাজারে, কান্তনগর বাজারে ও মথুরাপুর বাজারে বিক্ষোভ মি‌ছিল, মানববন্ধন ও সমাবেশ অনু‌ষ্ঠিত হয়। এছাড়া ধুনট বাজারে বাদ যোহর ছাত্র-জনতার উদ্যোগে এবং বাদ আছর উপজেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হয়।

কান্তনগর বাজারে মানববন্ধন

বাদ যোহর বিক্ষোভ মি‌ছিল শেষে বাসস্ট‌্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ধুনট কওমী ওলামা পরিষদের উপদেষ্টা মুফতী হাবিবুল্লাহ মাসুম, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবি, ছাত্র জনতার পক্ষে মো. রাতুল হাসান ও মো. আলম হাসান। সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন ধুনট কওমী ওলামা পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুল খালেক।

ধুনট বাজারে ছাত্রজনতার আয়োজনে বিক্ষাভ

এ‌দিকে বাদ আসর উপজেলা জামায়াতের বিক্ষোভ মি‌ছিল শেষে মস‌জিদ গেট এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম।

ধুনটে বিক্ষোভ শেষে জামায়াতের প্রতিবাদ সভা

উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল কারিমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমীর রেজাউল করিম বাচ্চু, বায়তুল মাল সম্পাদক আব্দুল্লাহ হেল বাকী, সহ সেক্রেটারী ফিরোজ আহম্মেদ ও আব্দুল ওহাব।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ