ধুনট-শেরপুর সড়কে সিএনজি চালকদের কাছে যাত্রীরা জিম্মি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট-শেরপুর সড়কে সিএনজি অটোরিক্সা চালকদের কাছে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। নানা অজুহাতে ৫মাসে দু’দফায় ১০টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করায় যাত্রীরা ক্ষুব্ধ হয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় থেকে ধুনট বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এ সড়কে সিএনজি ভাড়া ছিল ২০ টাকা। গত ৫ মাস আগে নানা অজুহাতে সিএনজি চালকরা ৫ টাকা করে ভাড়া বৃদ্ধি করে। নির্দিষ্ট কারন ছাড়া ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন করেনি। এদিকে গত শনিবার থেকে যাত্রীদের কাছ থেকে আরো ৫টাকা করে অতিরিক্ত আদায় করছে সিএনজি চালকরা। মাত্র ১৫ কিলোমিটার পথ সিএনজিতে চলতে যাত্রীদের বর্তমানে ৩০টাকা করে গুনতে হচ্ছে। অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর থেকে সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে ৪০ টাকা করে ভাড়া আদায় করে। সিএনজি চালকদের কাছে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। এতে ক্ষুব্ধ যাত্রীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে নম্বরবিহীন সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে পুলিশের অভিযানের কারনে সড়কে সিএনজি সংকট দেখা দিয়েছে। এ কারনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন। তবে চালকরা বলেন ধুনট-শেরপুর সড়ক জুড়ে খানাখন্দ ও চলাচলের অযোগ্য হওয়ায় ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

    সিএনজি যাত্রী রনি চক্রবর্তী ও আশিক আহম্মেদ জাকির জানান, লেখাপড়ার জন্য নিয়মিত তাদের ধুনট-শেরপুর সড়কে চলাচল করতে হয়। সড়কে খান্দাখন্দ থাকায় যাতায়াতের যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়। অথচ সিএনজি’র ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

    আরেক সিএনজি যাত্রী আব্দুল খালেক বলেন, যাত্রী ভাড়া বৃদ্ধি সুনির্দিষ্ট কারন ছাড়া বৃদ্ধি করা বেইনী। অথচ ধুনট- শেরপুর সড়কে সময় সুযোগ বুঝে চালকদের নিয়ন্ত্রনে থাকে যাত্রী ভাড়া। দীর্ঘদিন যাবত যাত্রীরা এ সমস্যার সম্মুখীন হলেও প্রশাসন এ ব্যাপারে কোন উদ্যোগ গ্রহন করেনি।

    সিএনজি চালক নূর ইসলাম বলেন, রাস্তার বেহাল অবস্থা। গাড়ী নিয়ে চলাচল করা কঠিন। অনেক সময় চাকা গর্তে আটকে গাড়ীর যন্ত্রাংশের ক্ষতি হয়। এ কারনে যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

    সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক হিটলার আহম্মেদ বলেন, মালিক সমিতি থেকে ভাড়া বৃদ্ধি করা হয়নি। তবে রাস্তার অবস্থা খারাপ হওয়ায় এবং নম্বরবিহীন সিএনজি ধরপাকর হওয়ায় সড়কে সিএনজি সংকট হওয়ায় সিএনজি মালিকরা যাত্রীদের বলে ভাড়া একটু বেশী নিচ্ছেন। তবে মালিক সমিতি থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে মৌখিক ভাবে নিষেধ করা হয়েছে।

    উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের হয়রানী করা যাবে না।

    এ বিষয়ে সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ