ধুনট সবুজ খেলাঘর আসরের সাধারন সম্পাদককে ফুলেল সংবর্ধনা

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় স্বাধীনতা মেলা উদযাপন কমিটি কর্তৃক গুণীজন সম্মাননা পাওয়ায় সবুজ খেলাঘর আসরের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চাঁনকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বিকালে সংগঠনের কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সহকারী অধ্যাপক গবেষক আব্দুর রাজ্জাক, প্রভাষক হাদিউজ্জামান হাদী, মোকসেদুল হাসান ফারুক, জিয়াউল হক, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সবুজ খেলাঘর আসরের সদস্য রাবেয়া খাতুন পপি, আবু হেলাল তালুকদার, কবি ও লেখক মাহমুদুল ইসলাম বিল্পব, নৃত্য পরিচালক আপেল মাহমুদ ও সঙ্গীত শিক্ষক বাসন চন্দ্র শীল সহ সংগঠনের সদস্যবৃন্দ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ