Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.
বগুড়ার ধুনট-সোনাহাটা সড়কের দু’পাশে প্রায় ৭হাজার তাল বীজ রোপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ধুনটবাসী’।
শুক্রবার সকাল ৭টায় ধুনট পৌরসভার সামনে বেইলী সেতুর পাশে তাল বীজ রোপন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। পরে ফায়ার সার্ভিস স্টেশন হয়ে সোনাহাটা পর্যন্ত সংগঠনের সদস্যরা তাল বীজ রোপন কার্যক্রম সম্পন্ন করে।
পরে দুপুর ২টায় সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সদস্য ও এলাকাবাসীর অংশগ্রহনে তাল বীজ রোপনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমরা ধুনটবাসী সংগঠনের সভাপতি আঁখিনুর জামান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন তালুকদার।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ টুকু ও সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম।
এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক মোনাজ্জেমুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক আরেফিন বিল্লাহ বাদল, পরিবেশ ও সমাজ উন্নয়ন সম্পাদক প্রভাষক নাবিল ইসলাম, পরিবেশ ও সমাজ উন্নয়ন বিষয়ক সহসম্পাদক শাহাদাৎ হোসেন সবুর, মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক আপেল মাহমুদ, প্রেস এন্ড মিডিয়া সম্পাদক কারিমুল হাসান লিখন, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন সম্পাদক প্লাবন আমিন, শিল্প ও পর্যটন বিষয়ক সম্পাদক আলম হাসান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জিন্নাহুর রহমান রাকিব, নির্বাহী কমিটির সদস্য অন্যতম সদস্য এনামুল হক নির্জন, আনোয়ার হোসেন (বস), সাদিকুল বাশার শিশির, টুটুল, খালিদ হাসান সিজু, আলম হাসান (সিনিয়র) ও রহমাতুল বারী বক্তব্য দেন।
দিনব্যাপী তাল বীজ রোপন কর্মসূচিতে সংগঠনের প্রায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ গ্রহন করেন।
