ধুনট হাইস্কুলের দা‌য়িত্ব নিলেন সোলায়মান আলী, পেলেন সংবর্ধনা

ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সোলায়মান আলী। মঙ্গলবার সকালে প্রধান শিক্ষকের কার্যালয়ে দা‌য়িত্ব গ্রহন করেন। তি‌নি বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) হিসেবে কর্মরত ছিলেন।

এরআগে ২০ এ‌প্রিল মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষ‌রিত একপত্রে বিদ‌্যালয়ের জ্যেষ্ঠতম শিক্ষক হওয়ায় সোলায়মান আলীকে প্রধান শিক্ষকের দা‌য়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেন।

এ‌দিকে দা‌য়িত্ব গ্রহন করায় বিকেল ৪টায় সোলায়মান আলীকে ফুলেল সংবর্ধনা দিয়েছে বিদ‌্যালয়ের শিক্ষক-কর্মচরীবৃন্দ। প্রধান শিক্ষকের কার্যালয়ে সংবর্ধনা অনু‌ষ্ঠানে রাজনৈ‌তিক নেতৃবৃন্দ, বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ‌্যালয়ের শিক্ষক ও প্রাক্তণ শিক্ষার্থীরা উপ‌স্থিত ছিলেন।

সংবর্ধনা গ্রহনকালে সং‌ক্ষিপ্ত আলোচনা সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলায়মান আলী প্রতিষ্ঠানে শিক্ষার গুনগতমান ও বিদ‌্যালয় প‌রিচালনায় সকলের সা‌র্বিক সহযোগীতা কামনা করেন। এসময় সহকারী শিক্ষক উজ্জল কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, বিদ‌্যালয়ের ম‌্যানে‌জিং ক‌মি‌টির সাবেক সভাপ‌তি আকতার আলম সে‌লিম, পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সহসভাপতি ছানোয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, সাবেক সদস‌্য মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, ধুনট সরকারি নাইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ ও পৌর যুবদলের সি‌নিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আল আমিন।

এসময় গোপালনগর ইউএকে উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ধুনট পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আল আ‌মিন, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলেখা খাতুন, গুলেরা দিল, শ‌ফিকুল ইসলাম, আশুতোষ মোহন্ত, কামরুল হাসান, ফা‌হিমা সুলতানা রু‌বি, শংকর কুমার, মাহফুজা খাতুন, হাফিজুর রহমান মিলন, হাসান খসরু খান নুপুরসহ অন‌্যান‌্য শিক্ষকবৃন্দ উপ‌স্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ