
বগুড়ার ধুনট পৌর এলাকার ১০০ দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছে সামাজিক সংগঠন মৈত্রী। শুক্রবার সকাল ১০টার দিকে মৈত্রীর কার্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মৈত্রীর ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, মৈত্রী’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক ডা. সুব্রত কুমার, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, সদস্য শাহীন আলম সজিব, রনি কুমার সাহা ও অডিট কমিটির সদস্য স্কুল শিক্ষক উজ্জল কুমার।

