ধুন‌টের বিএন‌পি নেতা সে‌লি‌মের ব‌হিস্কার আ‌দেশ প্রত্যাহার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    ধুনট পৌরসভার সা‌বেক পৌর প্রশাসক ও পৌর বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম সে‌লিম এর ব‌হিস্কার আ‌দেশ প্রত্যাহার ক‌রে‌ছে বিএন‌পি। গত ১২ এ‌প্রিল বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাড‌ভো‌কেট রুহুল ক‌বির রিজভী স্বাক্ষ‌রিত একপ‌ত্রে এ তথ্য নি‌শ্চিত করা হ‌য়ে‌ছে। এ‌তে বিএন‌পির প্রাথ‌মিক সদস্য পদ ফি‌রে পে‌লেন সা‌বেক এই নেতা।

    জানা যায়, গত ২০১৯ সা‌লে ধুনট উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে চেয়ারম্যান প‌দে স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে প্র‌তিদ্ব‌ন্দ্বিতা ক‌রেন আকতার আলম সে‌লিম। ওই নির্বাচ‌নে দলীয় সিদ্ধান্ত অমান্য ক‌রে অংশ গ্রহন করায় তাঁর বিরু‌দ্ধে সাংগঠ‌নিক ব্যবস্থা নেয় বিএন‌পি। দল‌টির সব ধর‌নের পদসহ সাধারণ সদস্য পদ থে‌কে ব‌হিস্কৃত হোন আকতার আলম সে‌লিম।

    আকতার আলম সে‌লিম‌কে পাঠানো রুহুল কবীর রিজভী স্বাক্ষ‌রিত প‌ত্রে উ‌ল্লেখ করা হয় ‘দলীয় শৃঙ্খলা প‌রিপন্থী কর্মকা‌ন্ডে জড়িত থাকার অ‌ভিযো‌গের ভি‌ত্তি‌তে ই‌তোপূ‌র্বে আপনা‌কে দ‌লের গঠনতন্ত্র মোতা‌বেক প্রাথ‌মিক সদস্য পদসহ সকল পর্যা‌য়ের পদ থে‌কে ব‌হিস্কার করা হ‌য়ে‌ছিল। দ‌লের শৃঙ্খলা প‌রিপন্থী কর্মকা‌ন্ডের জন্য দুঃখ প্রকাশ ক‌রে আপনার আ‌বেদ‌নের প্রে‌ক্ষি‌তে উক্ত ব‌হিস্কারা‌দেশ নি‌র্দেশক্র‌মে প্রত্যাহার করা হ‌লো। দল আশা ক‌রে, ভ‌বিষ্য‌তে আপ‌নি দ‌লের সিদ্ধান্ত, শৃঙ্খলা মে‌নে দল‌কে অ‌ধিকতর শ‌ক্তিশালী ও গ‌তিশীল কর‌তে ভূ‌মিকা রাখ‌বেন।’

    আজ শুক্রবার বগুড়া জেলা বিএন‌পির আহবায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল ক‌রিম বাদশা এবং সি‌নিয়র যুগ্ম আহবায়ক অ্যাড‌ভো‌কেট এ‌কেএম সাইফুল ইসলামের কাছ থে‌কে পত্র‌টি গ্রহন ক‌রেন আকতার আলম সে‌লিম। এসময় বগুড়া জেলা বিএন‌পি, ধুনট উপ‌জেলা বিএন‌পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

    এ‌বিষ‌য়ে বিএন‌পি নেতা আকতার আলম সে‌লিম ধুনট বার্তা‌কে ব‌লেন, বহিষ্কৃত হলেও আ‌মি আপাদমস্তক বিএনপির আদ‌র্শের স‌ঙ্গে ছিলাম। সকল সাংগঠ‌নিক কর্মকা‌ন্ডে অংশ নি‌য়ে‌ছি। আর একার‌নেই আমার আ‌বেদন মুঞ্জুর ক‌রে ব‌হিস্কারাদেশ প্রত্যাহার ক‌রা হ‌য়েছে। আশা কর‌ছি, ধুনট উপ‌জেলায় বিএন‌পি‌কে সাংগঠ‌নিক ভা‌বে গ‌তিশীল করতে আবারও ভূ‌মিকা রাখার সু‌যোগ পা‌বো।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ