ধুন‌টে‌ আওয়ামী লী‌গের ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত

আব্দুল হা‌মিদ.

বগুড়া‌র ধুনট উপ‌জেলার মথুরাপুর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গ ও সকল সহ‌যোগী সংগঠনের যৌথব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আসন্ন ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে নৌকা প্রতী‌কের বিজ‌য়ের ল‌ক্ষ্যে মঙ্গলবার দুপুর ১২টায় পীরহাটী উচ্চ বিদ্যালয় চত্ব‌রে উক্ত সভা অনু‌ষ্ঠি হয়।

সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য দেন আওয়ামী লীগ ম‌নো‌নিত প্রার্থী ও ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি হাসান আহ‌মেদ জেমস ম‌ল্লি‌ক।

পীরহাটী উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক শ‌ফিকুল ইসলা‌মের সভাপতি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় প্রধান আলোচক হি‌সে‌বে বক্তব্য দেন ধুনট উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ভি‌পি শেখ ম‌তিউর রহমান।

সভায় বক্তব্য রা‌খেন মথুরাপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান হারুন উর র‌শিদ সে‌লিম, উপ‌জেলা আওয়ামী লী‌গের ‌বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক ফ‌রিদুল ইসলাম, উপ‌জেলা আওয়ামী লী‌গের সদস্য নুরুল আ‌মিন চাঁন, হেলাল হো‌সেন, মথুরাপুর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা, সহসভাপ‌তি শ‌হিদুল ইসলাম, আব্দুল কা‌দের, সাংগঠ‌নিক সম্পাদক ম‌নিরুজ্জামান জু‌য়েল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুব্রত কুমার দাস সাধন, আকবর আলী, উপ‌জেলা যুবলী‌গের সহসভাপ‌তি প্রভাষক জাহাঙ্গীর আলম ডলার, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, ইউ‌নিয়ন যুবলী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সো‌হেল রানা, ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবক লী‌গের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও ইউ‌নিয়ন ছাত্রলী‌গের আহবায়ক কামরুজ্জামান সবুজ।

ব‌র্ধিত সভায় আওয়ামী লী‌গের ম‌নোনয়ন প্রত্যাশী অপর চারজন প্রার্থীও নৌকার বিজয় সু‌নি‌শ্চিত করার জন্য দলীয় প্রার্থী‌কে সমর্থন জানান এবং ঐক্যবদ্ধ ভা‌বে কাজ করার অঙ্গীকার ক‌রেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ