Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আশিক আহমেদ.
বগুড়ার ধুনটে অটোভ্যানসহ চালক আবু বক্কর সিদ্দিক নামের এক যুবক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আবু বকর ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের থানা পাড়ার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক ধুনট বাজারে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যয় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সে ধুনট বাজার এলাকায় অটোভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। এরপর পরিবারের সাথে তার আর যোগাযোগ হয়নি।
দুপুর ২টায় আবু বক্করের ব্যবহৃত মোবাইল ফোনে (নাম্বার : ০১৭০৪৪৯৬৪০৪) কল করা হলে অজ্ঞাত এক ব্যক্তি ফোনটি রিসিভ করেন। তিনি জানান কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা এলাকায় আবু বক্কর অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। স্বজনরা সেখানে পৌছে আবু বক্করের কোন সন্ধান পাননি। এসময় আবু বক্করের নাম্বারে কল করলে অজ্ঞাত ব্যক্তিটি বগুড়া-বাগবাড়ী সড়কের জালশুকা ব্রীজের নীচে আবু বক্কর অচেতন অবস্থায় পড়ে রয়েছে বলে জানান। স্বজনরা সেখানেও খোঁজ নিয়ে ঘটনার কোন সত্যতা পাননি। এরপর থেকে আবু বক্করের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এঘটনায় নিখোঁজ আবু বক্কর সিদ্দিকের স্ত্রী তাসলিমা খাতুন শুক্রবার সকালে ধুনট থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। তাসলিমা খাতুন ধুনট বার্তাকে বলেন আমি আমার সন্তানদের বাবাকে জীবিত ফেরৎ চাই। তাঁকে উদ্ধারে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। এদিকে আবু বক্কর নিখোঁজ হওয়ায় তার মাসহ পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে ধুনট বার্তাকে বলেন, অটো ভ্যান চালক আবু বক্করের সন্ধানে কাজ করছে পুলিশ।
