ধুন‌টে আ.লীগ নেতা শ‌রি‌ফের পূজা মন্ডপ প‌রিদর্শন

আবু সু‌ফিয়ান.


বগুড়ার ধুনট পৌর এলাকার বি‌ভিন্ন পূজা মন্ডপ প‌রিদর্শন ক‌রেছেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক শ‌রিফুল ইসলাম খান। শুক্রবার রা‌ত ৯টায় তি‌নি ধুনট সদরপাড়া, সরকারপাড়া, দাসপাড়া ও চরধুনট পূজা প‌রিদর্শন ক‌রেন।

প‌রিদর্শনকা‌লে তি‌নি মন্ড‌পে আগত ভক্ত‌দের সা‌থে শারদীয় শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন।

এছাড়া মন্ডপ গু‌লো‌তে আ‌র্থিক অনুদান বিতরণ ক‌রেন। এসময় উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জাকা‌রিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সা‌লেহ স্বপনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ