ধুন‌টে ইছাম‌তি নদী‌তে ডু‌বে কৃষ‌কের মৃত্যু

ফজ‌লে রাব্বী মানু.

বগুড়ার ধুনট পৌর এলাকায় ইছামতী নদী‌র পা‌নি‌তে ডু‌বে নির্মল দাস (৬৮) না‌মের এক কৃষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। আজ র‌বিবার সন্ধ্যা সা‌ড়ে ৬টায় দাসপাড়ায় এ ঘটনা ঘ‌টে। তি‌নি ওই পাড়ার অনাথ বন্ধু দা‌সের ছে‌লে।

স্থানীয়রা জানান, কৃষক নির্মল দাস বাড়ি‌তে হাঁস পালন ক‌রেন। র‌বিবার বা‌ড়ির পা‌শে ইছাম‌তি নদী‌তে হাঁসগু‌লো ভাস‌ছিল। সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে হাঁসগু‌লো ঘ‌রে ফেরা‌নোর জন্য তি‌নি নদী‌তে না‌মেন। এসময় অসাবধনতাবসত তি‌নি নদীর পা‌নি‌তে ডু‌বে যান। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষ‌নিক তাঁ‌কে নদীর পা‌নি‌ থে‌কে উদ্ধার ক‌রেন। প‌রে হাসপাতা‌লে নেওয়া হ‌লে কত্যর্বরত চি‌কিৎসক তাঁ‌কে মৃত ঘোষণা ক‌রেন। ধুনট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউ‌ন্সিলর রঞ্জু ম‌ল্লিক ধুনট বার্তা‌কে এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ