ধুন‌টে ছাত্রলীগ কর্মী‌কে হত্যার চেষ্টা, স্বেচ্ছা‌সেবক লীগ নেতা ব‌হিস্কার

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট শহরে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মী চপল মাহমুদ শুক্কুর (২২) কে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টায় শহরের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। সে পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে।

 

স্থানীয়সূত্রে জানাগেছে, গত ২৮ সেপ্টেম্বর ছাত্রলীগের কয়েকজন কর্মীর সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে রোববার বিকেল সাড়ে ৫টায় পৌর ছাত্রলীগের কর্মী চপল মাহমুদের উপর হামলা চালানো হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা রিমান, স্বেচ্ছাসেবকলীগ কর্মী রাব্বী, সোহাগ, সজিব, ইব্রাহীম সহ আরো অনেকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনার সময় ছাত্রলীগ কর্মী চপল একা ছিল। চপল মারা গেছে ভেবে রক্তাক্ত দেহ উদ্ধারে স্থানীয়রা এগিয়ে আসেনি ।

 

পরে খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে চপলকে হত্যা চেষ্টার ঘটনায় শহরে ভীতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের কোন্দল আরো প্রকট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে ঘটনার নেতৃত্বদানকারী সেলিম রেজাকে সংগঠন থেকে বহিস্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

অন্যদিকে ছাত্রলীগ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবীতে উপজেলা ছাত্রলীগ সাংবাদিক সম্মেলন করেছে। স্যোশাল মিডিয়ায় সেলিস রেজাকে সন্ত্রাসী উল্লেখ করে এর মদদ দাতাদের প্রতি নিন্দা জানিয়েছেন অনেকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার বলেন, স্থানীয় একটি স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা ছাত্রলীগ কর্মী চপল মাহমুদের উপর ক্ষিপ্ত ছিলো। এ কারনে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিমের নেতৃত্বে তারা চপলকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে হরতাল ডাকা হবে। এক প্রশ্নের জবাবে জাকারিয়া বলেন, থানায় অভিযোগ দায়েরের পস্তুতি চলছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী তারিক বলেন, নিজেদের স্বার্থে দলের মধ্যে কিছু নেতা সন্ত্রাসীকে জায়গা দিয়েছে। তারা নিজেদের স্বার্থে নিজেদের মধ্যে হানাহানি করছে, রক্ত ঝড়াচ্ছে। এদের হাত থেকে সংগঠনকে রক্ষা করা প্রয়োজন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ছাত্রলীগকর্মী চপল মাহমুদকে কুপিয়ে আহত করা হয়েছে। এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় অভিযোগ দায়েরের পস্তুতি চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ