ধুন‌টে নৌকার প্রার্থীর উপর হামলার ঘটনায় বি‌ক্ষোভ

আব্দুল হা‌মিদ.


বগুড়ার ধুনট উপ‌জেলার মথুরাপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে আওয়ামী লীগ ম‌নো‌নিত নৌকা প্র‌তি‌কের প্রার্থী হাসান আহ‌মেদ জেমস ম‌ল্লি‌কের উপর হামলার ঘটনায় বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার বি‌কেল ৫টার দি‌কে মথুরাপুর ইউ‌নিয়ন প‌রিষদ চত্ব‌রে স্থানীয় আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের উ‌দ্যো‌গে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

মথুরাপুর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপতি শ‌ফিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় বক্তব্য দেন আহত চেয়ারম্যান প্রার্থী হাসান আহ‌মেদ জেমস ম‌ল্লিক, উপ‌জেলা আওয়ামী লী‌গের বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক ফ‌রিদুল ইসলাম, সদস্য নুরুল আমিন চাঁন, আল হেলাল, ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা, সহসভাপতি আব্দুল কা‌দের, শ‌হিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক লিটন, উপ‌জেলা যুবলীগ নেতা প্রভাষক জাহাঙ্গীর আলম ডলার ও মামদুদুর রহমান।

সমা‌বে‌শে বক্তারা জেমস ম‌ল্লি‌কের উপর হামলাকারী‌দের অ‌বিল‌ম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শা‌স্তির দাবী ক‌রেন।

সমা‌বেশ শে‌ষে মথুরাপুর বাজা‌রে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রেন নেতৃবৃন্দ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ