ধুন‌টে নৌকার মা‌ঝি হ‌লেন যারা

আ‌মিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপ‌জেলার ১০টি ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে আওয়ামী লী‌গের প্রার্থী চুড়ান্ত হ‌য়ে‌ছে।

প্রার্থীরা হ‌লেন নিমগাছী ইউ‌নিয়‌নে সো‌নিতা নাস‌রিন, কা‌লেরপাড়া ইউ‌নিয়‌নে হা‌রেজ উ‌দ্দিন আকন্দ, চিকাশী ইউ‌নিয়‌নে নাজমুল কা‌দির শিপন,, গোসাইবাড়ী ইউ‌নিয়‌নে সামছুল বারী শেখ, ভান্ডারবাড়ী ইউ‌নিয়‌নে আ‌নোয়ার পার‌ভেজ রুবন, ধুনট সদর ইউ‌নিয়‌নে এসএম মাসুদ রানা, এলাঙ্গী ইউ‌নিয়‌নে তোজা‌ম্মেল হক প্রামা‌নিক, চৌ‌কিবাড়ী ইউ‌নিয়‌নে কুদরত-ই খুদা জু‌য়েল, মথুরাপুর ইউ‌নিয়‌নে হাসান আহ‌মেদ জেমস ম‌ল্লিক ও গোপালনগর ইউ‌নিয়‌নে শাহ আলম।

‌বিস্তা‌রিত আস‌ছে…

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ