Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় অবৈধভাবে কালোবাজারে পাচারকালে খাদ্য বান্ধব কর্মসূচীর ৩হাজার ১৯০ কেজি চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। বুধবার ভোর রাত ৪টার দিকে ধুনট উপজেলার কান্তনগর বাজার এলাকা থেকে ধুনট থানা পুলিশ ওই ট্রাকটি জব্দ করে। এসময় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বাসিন্দা ট্রাক চালক শাহ আলমকে আটক করা হয়।
জানা যায়, ধুনট উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচীর ১০টাকা কেজি ধরে চাল বিক্রির জন্য সরকারীভাবে ২০ জন ডিলার রয়েছেন। এরমধ্যে কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের আমিনুল ইসলাম ঠান্ডু ওই চালের বিক্রির নিয়োগকৃত ডিলার। তিনি বিধি অনুযায়ী উপজেলা খাদ্য গুদাম থেকে ভিটামিন সমৃদ্ধ চাল উত্তোলন করে হাঁসখালি বাজার এলাকায় তাঁর ব্যাক্তিগত গুদামে রেখে হতদরিদ্র কার্ডধারী মানুষের মাঝে ১০টাকা কেজি দরে বিক্রি করেন। সেই ধারাবাহিকতায় ২০ অক্টোবর চাল উত্তোলন করে তাঁর সেই গুদামে জমা রাখেন। রোববার থেকে চালগুলো কার্ডধারীদের মাঝে বিক্রির কথা ছিল। কিন্তু আমিনুল ইসলাম ওই হতদরিদ্রের মাঝে বিক্রি না করে এলাঙ্গী বাজারের মিঠু মিয়া নামের এক ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রি করে দেন। ফলে বুধবার ভোর ৪টার দিকে মিঠু মিয়া ওই চালগুলো ট্রাক বোঝাই করে শহরের দিকে পাচারের উদ্দেশ্যে রওয়া হয়। এ সময় স্থানীয় এক ব্যক্তির ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে চালসহ ট্রাকটি জব্দ করে।
এ ঘটনায় ধুনট থানা পুলিশ বাদী হয়ে ডিলার আমিনুল ইসলাম ঠান্ডু, চালের ক্রেতা মিঠু মিয়া ও ট্রাক চালক শাহ আলমকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় ট্রাক চালক শাহ আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে মামলার অপর দুই আসামী পলাতক রয়েছেন। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করেছেন।