তারিকুল ইসলাম.
ধুনট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বুধবার সন্ধ্যার দিকে ধুনট সদর কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দির ও কলেজপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ দুটিতে তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাঙালির জীবনে শারদীয় দুর্গোৎসব এক বহমান অসাম্প্রদায়িক চেতনসত্তার প্রতিরূপ। শারদীয় দুর্গোৎসব সকল বাঙালি যেমন ঐক্যবদ্ধভাবে উদযাপন করেন, ঠিক তেমনি ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থ নারীদের মাঝে শাড়ি ও চাল বিতরণ করেন।
এসময় বাংলাদেশ পুলিশের এআইজি সুনন্দা রায়, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, আওয়ামী লীগ নেতা শফিকুল আলম চাঁন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, ধুনট সদর কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দির কমিটির সভাপতি সুজন কুমার সাহা, সাধারণ সম্পাদক রনি কুমার সাহা, পূজা কমিটির সভাপতি তপু মাহা, সাধারণ সম্পাদক লিখন কুমার সাহা, কলেজপাড়া পূজা কমিটির সভাপতি রতন কুমার সরকার, সাধারণ সম্পাদক সুজন কুমার সাহাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।