ধুন‌টে স‌ম্মেল‌নের মাধ্য‌মে গ‌ঠিত ক‌মি‌টিই বৈধ ক‌মি‌টি : বগুড়া জেলা আ.লীগ


বগুড়া জেলায় ধুনট উপজেলার আওয়ামী লীগের কমিটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। সম্মেলনের মাধ্যমে অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক সভাপতি ও আব্দুল হাই খোকন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে অদ্যবধি দায়িত্ব পালন করছেন। সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিই বৈধ কমিটি। তাই জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুমোদন ছাড়া স্ব ঘোষিত বা মনগড়া কোনো কমিটির বৈধতা নেই। সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধুনট উপজেলা আওয়ামী লীগের একটি কমিটির খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তথাকথিত মনগড়া, স্ব ঘোষিত এই কমিটির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হলো। রোববার সন্ধ্যায় বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটি বহাল থাকা অবস্থায় হঠাৎ করে জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অবগত না করে এরুপ কমিটি গঠন শুধু অবৈধ নয়, অসাংগঠনিক কর্মকান্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমন অসাংগঠনিক ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের তারিক ও খোকনের নেতৃত্বে দলীয় কার্যক্রমে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের দ্বিধা বিভক্তির সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সকলকে সজাগ থাকা ও সংগঠনের গঠনতন্ত্র মেনে চলার আহ্বান জানান। একই সাথে অসাংগঠনিক কর্মকান্ড থেকে বিরত থাকা সহ ভবিষ্যতে এহেন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ