ধুন‌ট থানার ও‌সির নাম্বার ক্লোন : সতর্ক থাকার পরামর্শ

আবু সু‌ফিয়ান.

বগুড়ার ধুনট থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) এর সরকা‌রি মোবাইল নাম্বার ০১৩২০ ১২৬৮২৫ ক্লোন করার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। ওই নাম্বার ক্লোন ক‌রে বি‌ভিন্ন জ‌নের কা‌ছে কল করা হ‌চ্ছে।

বিষয়‌টি সামা‌জিক যোগা‌যো‌গের মাধ্যম ফেসবু‌কে ‘ও‌সি ধুনট বগুড়া’ নামক ফেসবুক আই‌ডি থে‌কে নি‌শ্চিত করা হ‌য়ে‌ছে। এ‌বিষ‌য়ে সকল‌কে সতর্ক থাকার জন্য ওই আই‌ডি‌তে এক‌টি পোস্ট দেওয়া হ‌য়ে‌ছে।

‌ফেসবুক পো‌স্টে বলা হ‌য়ে‌ছে ‘ আজ ১৮ ন‌ভেম্বর সকাল থে‌কে ধুনট থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) এর সরকা‌রি মোবাইল নাম্বার ০১৩২০ ১২৬৮২৫ ক্লোন করে বি‌ভিন্ন ব্য‌ক্তির নিকট কল যা‌চ্ছে। কেউ নাম্বার‌টি হ্যাক বা ক্লোন ক‌রে একাজ ক‌রে‌ছে। অথচ প্রকৃ‌তি প‌ক্ষে বৃহস্প‌তিবার ওই নাম্বার থে‌কে কাউ‌কে কল করা হয়‌নি। এজন্য সকল‌কে সতর্ক থাক‌তে বলা হ‌য়ে‌ছে। ০১৩২০ ১২৬৮২৫ এই নাম্বার‌টি থে‌কে কা‌রো নিকট কল গে‌লে ধুনট থানার পু‌লিশ প‌রিদশর্ক (তদন্ত) এর সরকা‌রি মোবাইল ০১৩২০ ১২৬৮২৬ নাম্বা‌রে কল ক‌রে যাচাই ক‌রে নি‌তে বলা হ‌য়ে‌ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ