সৌরভ গাঙ্গুলির স্বপ্নের আইপিএল দলে জায়গাই পেলেন না মহেন্দ্র সিং ধোনি৷এই টুর্নামেন্টের সবচেয়ে সফল অধিনায়ককে বাদ দিয়েই দল গড়লেন কলকাতা ও পুণের প্রাক্তন অধিনায়ক৷আইপিএল দশের শুরুতেই সৌরভ বলেছিলেন যে, ‘ধোনি আর টি-২০ ক্রিকেটের উপযুক্ত নন৷ওয়ানডে ফর্ম্যাটে যদিও ধোনি চ্যাম্পিয়ন ত্রিকেটার।’ সৌরভের দলে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলও জায়গা পাননি৷অজি কিংবদন্তি শেন ওয়ার্নও কিছুদিন আগে আইপিএল-এর সর্বকালের সেরা একদাশ বেছে নিয়েছিলেন৷সেখানে ধোনিই ছিলেন ক্যাপ্টেন৷কিন্তু সৌরভ তার প্রাক্তন জাতীয় দলের সতীর্থকেই রাখলেন না৷