ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে: উ.কোরিয়াকে ট্রাম্প


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    উত্তর কোরিয়ার ব্যাপারে ওয়াশিংটনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে- এমনটিই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকে পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ‘নিষ্ঠুর ও বেপরোয়া’ সরকারের পক্ষ থেকে যৌথ হুমকিতে রয়েছে ওয়াশিংটন ও সিউল। এসময় তিনি দেশটির পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নাগরিকদের রক্ষার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানসহ বিশ্বে নিজের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ওয়াশিংটন।

    অন্যদিকে, দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন বলেন, ওয়াশিংটন ও সিউল উত্তর কোরিয়া ইস্যুর সমাধান করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাচ্ছে। উত্তর কোরিয়ার ‘হুমকি ও উস্কানিমূলক’ তৎপরতার ‘কঠোর জবাব’ দেয়া হবে বলে হুমকি দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

    যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি বন্ধ হওয়ার আশা থাকলে তারা পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ