নওগাঁয় মে দিবস পালিত

নিউজ ডেস্ক.

মহান মে দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক শোভাযাত্রার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল ও বিভাষ চন্দ্র মজুমদার, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সহসভাপতি সাহেদ আলী মৃধা, সাধারণ সম্পাদক মাহমুদুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, দফতর সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক বিপুল চন্দ্র সিকদার, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য আসাদৎদোল্লা খান মিঠু, জেলা যুব মহিলা লীগের সহসভাপতি নিভা আকতার, সাধারণ সম্পাদক ফেন্সি আকতার, দপফতর সম্পাদক মৌসুমি সুলতানা শান্তসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব আব্দুর রফিক, বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ শ্রমিক সংগঠন পৃথক পৃথক র‌্যালি বের করে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ