নওয়াজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক.


পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলায় দেশটির এক আদালত বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করে।

পানামা পেপার্সে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।

শরিফের আইনজীবী জহির খান বলেন, দুর্নীতির অভিযোগে দায়ের করা দু’টি মামলায় আদালত সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি এবং আগামী ৩ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেছে।

নওয়াজ তার স্ত্রী কুলসুমের সঙ্গে বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানে তার স্ত্রীর ক্যান্সার চিকিৎসা চলছে। সূত্র: এএফপি

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ