নতুন বছর উপলক্ষে দোসা এক্সপ্রেস এ নতুন অফার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.


নতুন বছর উপলক্ষে নগরীর বেইলি রোডের দোসা এক্সপ্রেস এ চলছে নতুন অফার। পাঁচটি ভিন্ন স্বাদের কমবো অফার নিয়ে চমকপ্রদ খাবারের এই রেস্টুরেন্টটি ভোজন বিলাসীদের সামনে হাজির হয়েছে। ৩৫০ টাকা থেকে শুরু করে ৮৫০ টাকা পর্যন্ত ভিন্ন স্বাদের সব খাবারে রয়েছে এই কমবো অফার।

    এই অফার ছাড়াও দোসা’র নিয়মিত মজাদার খাবার আইটেম দোসা, উথাপাম, চাট, বাবল টি, স্ন্যাকস আইটেমসহ আইসক্রীম ও ড্রিংকস এর নানান সব খাবার রয়েছে। নিরিবিলি ও সুন্দর পরিবেশে এসব খাবারের দামও হাতের নাগালে।
      দোসা এক্সপ্রেস এর কর্ণধার মাহদীন তারিক বলেন, আমরা সবসময় ক্রেতাদের কথা চিন্তা করে সারাবছর ভিন্ন ভিন্ন সব অফার ও খাবার নিয়ে তাদের সামনে হাজির হয়ে থাকি। তাই তো বছরের শেষে এসে নতুন বছর উপলক্ষে আমরা দোসায় কমবো খাবারের আইটেম নিয়ে ভোজন রসিকদের সামনে এসেছি।
        এই খাবারের আইটেমগুরো ইতোমধ্যে সকলের কাছে বেশ গ্রহনযোগ্যতা পেয়েছে। দোসা এক্সপ্রেসের কমবো অফারগুলোর দামও কিন্তু অনেক কম।
        যোগাযোগ: গোল্ড প্যালেস (৩য় তলা), ২, বেইলি রোড, ঢাকা। ফোন: ৯৩৬১৫০২, ০১৭৮২-৭৭৫৫৫৫।www.dosaexpressbd.com, facebook: dosaexpressbd.

        অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ