নতুন মালিকানায় রংপুর রাইডার্স

ক্রীড়া ডেস্ক.

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি আসরে অন্যতম দল রংপুর রাইডার্স নতুন ভাবে পথচলা শুরু করলো। বিপিএলের পঞ্চম আসরকে সামনে রেখে নতুন মালিকানা পেল দলটি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে পৃষ্ঠপোষকতা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে রংপুর রাইডার্সের নতুন মালিকানার দায়িত্বে যাত্রা শুরু করে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
মালিকানা গ্রহণ অনুষ্ঠানে সোহানা স্পোর্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাফওয়ান সোবহান তাসভির বলেন, কোচ, ফিজিও এবং খেলোয়াড়সহ সকল প্রকার আধুনিক সুবিধা প্রদান করে এই দলটিকে পরিচালনা করার মাধ্যমে সর্বপরি দেশের ক্রিকেটের সম্ভাব্য সব ধরনের উন্নয়ন করার চেষ্টা করবো।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই মালিকানা গ্রহণবিপিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করতে এই দলটিকে সব দিক থেকে যোগ্য করবে। শুধু তাই নয়, বরং দেশের ক্রিকেট জগতের ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে সাহায্য করবে।
রংপুর রাইডার্সের নতুন ম্যানেজমেন্ট টিমে রয়েছেন- চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, উপদেষ্টা নাঈমুর রহমান দুর্জয় এমপি, ডিরেক্টর জাভেদ ইকবাল এবং মিজানুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার ইশতিয়াক সাদেক।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ