বগুড়ার নন্দীগ্রামে বিপুল পরিমাণ জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ ও সাংগঠনিক কাগজপত্রসহ ইসলামী ছাত্র শিবিরের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার ভোরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের জামায়াত নেতা আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই মনিরুল ইসলাম, ইনামুল ইসলাম, আব্দুস শুকুর, খোকন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে জামায়াত নেতা আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালান। এসময় সেখান থেকে জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ, ইসলামী ছাত্র শিবির সমর্থক ফরম রশিদ, লিফলেট, গোলাম আজমের বই ও মশালসহ জামায়াত-শিবিরের ৫ নেতা কে গ্রেপ্তার করে।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক বলেন, জিহাদী বই ও বিভিন্ন কাগজপত্রসহ ইসলামী ছাত্র শিবিরের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।