নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার নন্দীগ্রামে ঈদের আনন্দ ও খুশি ভাগাভাগি করতে পথশিশুদের মাঝে ঈদের পোশাক প্রদান করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা। গত বুধবার বিকেলে স্থানীয় বাসষ্ট্যান্ডে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা’র ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করেন। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, দপ্তর সম্পাদক এফকে ফারুক, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আতোয়ার হোসেন মান্না, শ্রমিকলীগ নেতা ফেরদৌস আলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার শতাধিক পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের পোশাক প্রদান করা হয়।

