নন্দীগ্রামে পুলিশ দেখেই বর পালালো!


নন্দীগ্রাম প্রতিনিধি.


বগুড়ার নন্দীগ্রামে রাতে বাল্যবিয়ে করতে আসা বর পুলিশ দেখে ভোঁ দৌড় দিয়ে পালালো। এর ফলে বাল্যবিয়ে পন্ড হয়ে গেল। আর বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল সাদিয়া খাতুন (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। বুধবার রাতে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাদিয়ার সঙ্গে জামালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নাঈম হোসেন (১৫) এর বিয়ে ঠিক হয়। বুধবার রাতে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। এমন সময় আচমকা বিয়ে বাড়িতে হাজির একদল পুলিশ। নিমেষেই বদলে যায় বিয়ে বাড়ির চিত্র। এ সময় পুলিশের উপস্থিতি দেখে বর ও বর যাত্রীর লোকজন অন্ধকারে পালিয়ে যায়।

কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আজিজুর রহমান বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন খবরে অভিযান চালানো হয়। এ সময় বর ও মেয়ের বাবাসহ লোকজন পালিয়ে যায়। পরে মেয়ের মা এই মর্মে মুচলেকা দেন যে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না। আবারও বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ