নন্দীগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি.

যথাযোগ্য মর্যাদায় র‌্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে মহান মে দিবস পালিত হয়েছে।
বেলা ১১ টায় উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবসের একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। এরপর সংগঠনের কার্যালয়ে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, থানা অফিসার ইনচার্জ(তদন্ত) পিএন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা নির্বাচন অফিসার আশরাফ আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন কুমার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ফজলুল হক কাশেম, যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ মামুন প্রমূখ।
সভাটি পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম। এদিকে দুপুর সাড়ে ১২টায় উপজেলা সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের উদ্যোগে মে দিবসের র‌্যালী বের করে। এসময় উপস্থিত ছিলেন, সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের সভাপতি আলী রেজা মারুফ বাবু, সাধারন সম্পাদক শেখ শামিম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শাজাহান আলীসহ শ্রমিকরা উপস্থিত ছিলেন। এরপূর্বে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে মে দিবসের র‌্যালী বের করে। এসময় উপস্থিত ছিলেন, অত্র সমিতির সভাপতি হাসান আব্বাসী, সেক্রেটারী আইনুল হক, কোষাধক্য আব্দুল ওয়াহাব বাদশা প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ