নন্দীগ্রামে বিশ্ব মা দিবসের র‌্যালী ও আলোচনা সভা

নন্দীগ্রাম ( বগুড়া ) প্রতিনিধি.

বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব “মা” দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার বিকেল সাড়ে ৩টায় বিশ্ব “মা” দিবসের একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তমাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, জান্নাতুল ফেরদৌস লিপি, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, মোরশেদুল বারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা বেগম প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ