Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
নানা জটিলতার মুখে পড়েও অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে এবারের ঈদের বহুল আলোচিত যৌথ প্রযোজনায় নির্মিত দুটি ছবি ‘বস ২’ ও ‘নবাব’। ফলে ছবি দু’টি মুক্তিতে আর কোনো বাধা নেই। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর সচিব জালালউদ্দিন মুন্সি।
তিনি বলেন, ‘বুধবার দিনভর দুটি ছবি সেন্সরে প্রদর্শিত হয়েছে। সন্ধ্যায় সেন্সর সদস্যরা মুক্তি অনুমতি দিয়েছেন। আর মুক্তিতে বাধা নেই। এখন ছবি দুটির প্রযোজক যখন খুশি তখন মুক্তি দিতে পারেন।’
এদিকে ছবি দুটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘আমরা জানতে পেরেছি ছবি দুটি প্রদর্শন শেষে সেন্সর ছাড়পত্র পেয়ছে। যার কারণে আলোচিত এ ছবি দুটির মুক্তি পেতে আর কোনো বাঁধা রইলো না।’
এদিকে ‘চলচ্চিত্র ঐক্যজোট’এর ব্যানারে ১৬টি সংগঠন যৌথ প্রযোজনার ছবি দুটিই নীতিমালা অনুসরণ করেনি অভিযোগ তুলে তথ্যমন্ত্রণালয়ে একটি চিঠিও পাঠিয়েছিল গত কয়েকদিন আগে। যাতে ছবি দুটি মুক্তি দেয়া না হয়। কিন্তু এখন আর সে বাধা রইলো না।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় ‘বস-২’ সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ। জিৎ এর বিপরীতে ছবিতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া।
অন্যদিকে ‘নবাব’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, অমিত হাসান, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী ও খরাজ মুখার্জিসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।