হবিগঞ্জের নবীগঞ্জে আমেনা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। আমিনা বেগম উপজেলার বাউশা ইউনিয়নের চাঁনপুর কামারাই গ্রামের জাবিদ উল্লাহর স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, নিহত আমিনা বেগম শুক্রবার রাতে খাবার শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে আমিনার ছেলে আমিনুল হক ঘরে গিয়ে দেখতে পান আমিনা বেগমের মাথার ওপড়ে বালিশ দিয়ে চাপা দেয়া। তখন তিনি তার মাকে ডাক দিয়ে কোনো সাড়া না পেয়ে বালিশ সরিয়ে দেখতে পান তার মায়ের গলা কাটা। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আমিনার রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, গৃহবধূর গলাকাটা লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট. লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে বাংলাদেশী স্বামী-স্ত্রীকে মারধর করায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। শনিবার…