Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
বিতর্কের মাঝে সুখবর৷দেশ ছেড়ে এবার নরওয়ে পাড়ি দিচ্ছে ইন্দু সরকার৷ ১৫ তম বার্ষিক বলিউড ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিল এই ছবি। চলতি বছরের সেপ্টেম্বরে নরওয়েতে বসতে চলেছে এই সিনেমা প্রদর্শনীর আসর৷সেখানেই অন্যান্য সিনেমার সঙ্গে দেখানো হবে ইন্দু সরকার৷
শুরু থেকেই ছবিটি নিয়ে বিতর্কের শেষ ছিল না। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ১৯৭৫-এর জরুরি অবস্থার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি৷ছবিটিতে রয়েছেন কীর্তি কুলহারি, অনুপম খের, বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরীর মতো অভিনেতাদের৷ সঞ্জয় গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন নীল নীতিন মুকেশ৷
ছবির ট্রেলার রিলিজের পর থেকেই কংগ্রেসের বেশ কিছু নেতা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীর ভূমিকার ‘ভুল ব্যাখ্যা’ হয়েছে বলে প্রতিবাদে নামে৷পরিচালককে ছবির প্রচারে বাধাও দেওয়া হয়৷ অন্যদিকে ছবির মুক্তি আটকাতে সঞ্জয় দত্তের মেয়ে বলে দাবি করা জনৈক প্রিয়া সিং পল আদালতের দ্বারস্থ হন৷ তবে তার আবেদন আদালতে খারিজ গিয়েছে৷ তবে সব কিছুকে উপেক্ষা করে অবশেষে জয়ের পথেই ছবিটি।