নাইজেরিয়ায় নারী আত্মঘাতীর হামলায় নিহত ২৭

নিউজ ডেস্ক.



নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অনেকে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোতে তিন নারী এ হামলা চালায়।

কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি জানায়, রাজ্যের মাইদুগুরিতে একটি শরণার্থী শিবিরের কাছে ওই তিন নারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে গঠিত পর্যবেক্ষণকারী বাহিনীর সদস্য বাবা কুরা জানান, মঙ্গলবার প্রথমে এক নারী আত্মঘাতী শরণার্থী শিবিরের কাছে নিজেকে উড়িয়ে দেয়। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় দোকানিরা যখন তড়িঘড়ি করে তাদের দোকানপাট বন্ধ করছিল, তখন অন্য দুই নারী বোমার বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়।

তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে বোর্নো রাজ্যে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের শক্তিশালী আস্তানা রয়েছে। ২০০৯ সালে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পশ্চিমা শিক্ষাব্যবস্থার চরমবিরোধী এই জঙ্গিগোষ্ঠীটি। সাম্প্রতিক মাসগুলোতে এ রাজ্যে তাদের সহিংসতার মাত্রা কয়েক গুণ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী একদল গবেষক সম্প্রতি প্রকাশিত তাদের একটি প্রতিবেদনে জানায়, ইতিহাসে নাইজেরিয়ার বোকো হারামই প্রথম যাদের জঙ্গি কার্যক্রমে পুরুষের চেয়ে নারী আত্মঘাতীর সংখ্যা বেশি। সূত্র: বিবিসি

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ