নাইজেরিয়ায় ৩ বছর পর অপহৃত ৮২ স্কুলছাত্রী মুক্ত

নিউজ ডেস্ক.

নাইজেরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম অপহৃত ৮২ স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে। রবিবার দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি রাজধানী আবুজায় তাদের অর্ভ্যথনা জানাবেন। শনিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বের শহর চিবুক থেকে ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। এদের মধ্যে ৫৭ জন অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে পালাতে সক্ষম হয়। বোকো হারামের হাতে বন্দি থেকে যায় ২১৯ জন। গত বছর কারাগারে আটক জঙ্গিদের মুক্তির বিনিময়ে ২১ ছাত্রীকে মুক্তি দেয় বোকো হারাম।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আটক জঙ্গিদের বিনিময়ে কয়েকজন অপহৃতকে মুক্তি দিয়েছে বোকো হারাম। প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি অপহৃতদের দায়িত্ব গ্রহণ করবেন। তবে কতজন জঙ্গির বিনিময়ে কতজন অপহৃতকে মুক্তি দিয়েছে বোকো হারাম, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
গত মাসে মুহাম্মাদু বুহারি বলেছিলেন, অপহৃতদের মুক্তির জন্য সরকার আলোচনা করছে।
কর্তৃপক্ষ অপহৃতদের প্রকৃত সংখ্যা না জানালেও সামরিক সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, অপহৃতদের মধ্যে ৮২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের ক্যামেরুনের সীমান্তবর্তী এলাকা বানকির সেনাঘাঁটিতে রাখা হয়।
এর আগে গত বছর অক্টোবরে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রস বোকো হারামের সঙ্গে আলোচনার মাধ্যমে অপহৃতদের মধ্যে ২১ জনকে মুক্ত করেছিলো। বিভিন্ন সময়ে কেউ উদ্ধার হয়েছে, অথবা পালিয়ে এসেছে। কিন্তু ১৯৫ জন অপহৃতের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
২০১৪ সালে নারী-পুরুষসহ প্রায় ২ হাজার জনকে অপহরণ করেছিল বোকো হারাম। ২০০৯ সালে এই অঞ্চলে তাদের তাণ্ডব শুরু হওয়ার পর প্রাণ হারিয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ। আর ঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রায় ২৩ লাখ আফ্রিকান। সূত্র : বিবিসি

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ