নাটোর প্রতিনিধি.

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে তাকে আটক দেখানো হয়। এর আগে শনিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, নান্নু শেখের ভাগ্নি জামাই নাটোর এনএস সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং গুরুদাসপুর উপজেলার জুনাইনগর ফরাবিপাড়া গ্রামের ইয়াহিয়ার ছেলে মাসুদ হাসান সরকারের তালিকাভুক্ত জঙ্গি সংগঠনের সদস্য। জঙ্গি মাসুদ কিছুদিন পূর্বে কাউন্সিলর নান্নু শেখের বাড়িতে ভাড়া থাকতেন।
তিনি আরো জানান, মাসুদের বিষয়ে বিস্তারিত জানার জন্য শনিবার রাতে নান্নু শেখকে আটক করে পুলিশ। আটকের পর জঙ্গি মাসুদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া গেলে নান্নু শেখের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

